Header Ads

Header ADS

বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট কোথায় কিভাবে দিবেন?


বিদেশ যাওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট কোথায় কিভাবে দিবেন?


বন্ধুরা আশা করি সবাই অনেক ভাল আছেন আপনাদের মধ্যে যারা বিদেশ যাওয়ার কথা ভাবছেন আজকের এই পোস্টটি তাদের জন্য আশা করি এই লেখাটি আপনাদের কাজে আসবে

প্রথম বার বিদেশ যাওয়ার জন্য ভিসা হাতে পাওয়ার পর ফিঙ্গারপ্রিন্ট দেয়া বাধ্যতামূলকআপনি কিভাবে এই কাজটি করবেন আজ আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব

আপনার কাছের ডিএমও অফিসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিবেনফিঙ্গারপ্রিন্ট দিতে যা যা লাগবে-

·       ভিসার ফটোকপি

·       দুই কপি পাসপোর্ট সাইজের ছবি

·       ২০০/- টাকার পে ওর্ডার

(প্রবাসী কল্যান ব্যাংক গিয়ে পে ওর্ডার করা যাবেঅথবা ডিএমও অফিসে সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর .০০ ঘটিকা পর্যন্ত ব্যাংকের প্রতিনিধি উপস্তিত থাকেন, উনার কাছ থেকে পে ওর্ডার করা যাবে)

এবার উপরের তিনটি ডকুমেন্ট পিনআপ করে প্রতিনিধির কাছে জমা দিয়ে সিরিয়াল নাম্বার নিতে হবে

আপনার সিরিয়াল নাম্বার আসলে অপারেটর আপনার ছবি উঠাবে এবং ফিঙ্গারপ্রিন্ট নিবেএবং আপনাকে ফিঙ্গারপ্রিন্ট এর নাম্বার দিবেএই নাম্বারটি সংগ্রহে রাখবেন, কারন স্মার্টকার্ড এর জন্য আবেদন করার সময় এই নাম্বারটি প্রয়োজন হবে

নিম্নোক্ত ঠিকানা সমূহে ফিঙ্গার প্রিন্ট দেওয়া যাবে


11 comments:

  1. Akbar fingerprint korla meyad koto din thake?

    ReplyDelete
  2. কিশোরগঞ্জে এর কোন তথ্য পাচ্ছি না

    ReplyDelete
  3. সাতক্ষীরা কোথায় ফিঙ্গার প্রিন্ট করা যায় একটু জানাবেন প্লিজ

    ReplyDelete
  4. শনিবারে কুমিল্লা শাসনগাছা ফিঙ্গারপ্রিন্ট অফিস কি খোলা থাকবে

    ReplyDelete
    Replies
    1. শুক্র শনি সরকারী বন্ধ

      Delete
  5. আমার বাড়ী পিরোজপুর জেলায় আমি কোথা হতে ফ্রিংগার প্রিন্ট করতে পারি

    ReplyDelete
  6. কর্মসংস্থান ও জনশক্তি অফিস, গ্রেটার রোড,রাজশাহী এই ফিংগার প্রিন্ট অফিস মঙ্গলবার কি খোলা থাকবে

    ReplyDelete
  7. মাদারি পুর জেলার লোকেরা কোথায় করবে।।

    ReplyDelete
  8. যাদের BMET card আছে তারা কি পুনরায় আবার BMET card করতে হবে?

    ReplyDelete
  9. Alhamdulillah onek dorkari post❤️

    ReplyDelete

Powered by Blogger.