কিভাবে কাতার এর কোম্পানী/স্পন্সর তথ্য চেক করবেন ?
কিভাবে কাতার এর কোম্পানী/স্পন্সর তথ্য চেক করবেন ?
বন্ধুরা আশাকরি সবাই অনেক
ভাল
আছেন। আমাদের আজকের লেখাটি যারা কাতারে অবস্থান করছেন অথবা করার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য্ । আজ আমরা
জানব কিভাবে আপনি আপনার কাতারি কোম্পানী/স্পন্সর এর তথ্য চেক করবেন । এবং দেখতে পারবেন আপনার
কোম্পানী ব্লক অথবা চালু আছে কিনা।
নতুন অথবা রিনিউ আইডির
জন্য
আবেদন করার পর আপনার আইডি তৈরী হয়েছে কিনা তা জানতে পারবেন। এছাড়া ও আইডির মেয়াদ কতদিন আছে তা চেক করতে
পারবেন।
এজন্য প্রথমে নিচের লিংকে
ক্লিক
করুন
https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/services/inquiries/others/companydocuments
কোম্পানী/স্পন্সর এর তথ্য চেক করার জন্য:
১. Company's ID Number এর বক্সে কোম্পানী আইডি/কম্পিউটার কার্ড নাম্বার দিতে হবে।
২. Authorized
Signatory's ID Number এর বক্সে কফিল অথবা মন্দুক এর আইডি নাম্বার দিতে
হবে।
৩. বামপাশের সংখ্যাগুলো ডানপাশের বক্সে লিখতে হবে।
৪. এবার Search বাটনে ক্লিক করতে হবে।

No comments