কিভাবে কাতার Exit permit এর তথ্য চেক করবেন ?
কিভাবে কাতার Exit permit এর তথ্য চেক
করবেন ?
বন্ধুরা আশাকরি সবাই অনেক
ভাল
আছেন। আমাদের আজকের লেখাটি যারা কাতারে অবস্থান করছেন তাদের জন্য্ । আজ আমরা জানব
কিভাবে আপনি আপনার Exit Permit এর তথ্য চেক করবেন । এবং দেখতে পারবেন দেশে যাওয়ার
জন্য আপনার
Exit permit এর প্রয়োজন আছে কিনা।
আপনারা সবাই জানেন নতুন আইন অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক মানুষের কাতার প্রস্থান করার জন্য পূর্বের মত Exit
permit (খুরুজ) নিতে হবে না। চলুন এবার জেনে নেই
আপনার জন্য নতুন এই আইন কতটুকু উপকারী হতে পারে।
এজন্য প্রথমে নিচের লিংকে
ক্লিক
করুন
https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/services/inquiries/exitservices/exitpermitenquiry
কোম্পানী/স্পন্সর এর তথ্য চেক করার জন্য:
১. QID Number এর বক্সে
আইডি
নাম্বার দিতে হবে।
২. বামপাশের সংখ্যাগুলো ডানপাশের বক্সে লিখতে হবে।
৩. এবার Search বাটনে ক্লিক করতে হবে।
যদি Exit
permit এর দরকার না হয় তাহলে সবুজ কালিতে লেখা আসবে Exit
permit not required.
আর যদি
Exit permit এর প্রয়োজন হয় তাহলে লাল কালিতে লেখা আসবে The
permit is not found.
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল দেশে যাওয়ার আগে অবশ্যই কোম্পানী থেকে ছুটি নিতে
হবে, তা না হলে কফিল চাইলে আপনাকে সমস্যায় ফেলতে পারে।

No comments