কাতার এর ভিসা কিভাবে চেক করবেন?
কাতার এর
ভিসা কিভাবে চেক করবেন?
বন্ধুরা আশাকরি সবাই অনেক ভাল আছেন। আমাদের আজকের লেখাটি যারা কাতারে অবস্থান
করছেন অথবা করার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য্ । আজ আমরা জানব কিভাবে আপনি
আপনার কাতারি ভিসা চেক করবেন।
এজন্য প্রথমে নিচের লিংকে ক্লিক করুন
এবার আপনার যদি ভিসা নাম্বার
জানা থাকে তাহলেঃ
১. Visa Number এর Check box এ ক্লিক করে ডানপাশে ভিসা
নাম্বার দিতে হবে।
২. এবার নিচের বামপাশের লিখা
সংখ্যাগুলো ডানপাশের ফাঁকা বক্সে লিখতে হবে।
৩. এবার Submut বাটনে ক্লিক করতে হবে।
অথবা আপনার কাছে যদি ভিসা নাম্বার না থাকে তাহলেঃ
১. Passport Number এর Check box এ ক্লিক করে ডানপাশে
পাসপোর্ট নাম্বার দিতে হবে।
২. এবার Nationality বক্সের ডানপাশের ড্রপডাউন
মেনু থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে।
৩. এবার নিচের বামপাশের লিখা
সংখ্যাগুলো ডানপাশের ফাঁকা বক্সে লিখতে হবে।
৪. এবার Submit বাটনে ক্লিক করতে হবে।
আপনার ভিসা যদি Approve হয়ে যায় তাহলে
Ready to Print লেখা থাকবে।

No comments